ভালবাসার দু:খ

-অনিক ছরওয়ার স্বাধীন
কে বলেছিল ভালবাসবার?
দু:খটাকে যেচে কাছে টানবার?
অকালে সয়েছি দু:খ অনেক,
আরও কি পারব সইবার?
পুরানো সেই দিনের কথা ভুলিব কেমনে,
পারিনে ভুলিতে আমি, ভুলিবারে চাই।
ও সখা, তুই বুঝিসনি তাই দিয়েছিস নীলাভ দুখ,
আমিও নিয়েছিলাম হাত পেতে ভেবে নিয়ে সুখ।
অনাকাঙ্খিত বেদনাকে করেছি আপন বারেবার,
ভেঙ্গেছে স্বপ্ন হয়েছে হৃদয় চুরমার।
আমার হৃদয়ের কান্না দেখোনি তুমি,
লুকিয়ে লুকিয়ে কেঁদেছি অনেক এই আমি।
অসমাপ্ত দু:খের জগতটাকে করেছি আপন,
সয়ে গেছে দু:খ, তাই ভাবি না এখন ।
বলে দিতে পারি আমি কষ্ট কাকে বলে,
সে আছে কোথায়, কোন বা পথে চলে ।
আমার সুর আমি হারিয়েছি সেথায়,
আমার ভালবাসার ফাঁসির মঞ্চ যেথায় ।
আমি চোখ বুজে থাকি অপেক্ষায়,
গলে পড়বে কবে সে দঁড়ি হারাবো দূর অজানায়…