যুদ্ধ মানে প্রেম

-হাবীবাহ্ নাসরীন
অস্থিরতার এই সময়ে সবই কেমন কালো
বুকের ভেতর লাশের পাহাড়, কে থাকে আর ভালো!
মরছে মানুষ, পুড়ছে মানুষ, ঝরছে মানুষ কত
কাঁদছে মানুষ, দেখতে ওরাও ঠিক আমাদের মতো!
ওদেরও তো স্বপ্ন ছিল একটু বেঁচে থাকার
চেনা নামে প্রিয়জনের নামটি ধরে ডাকার
স্বপ্নপোড়া মানুষ ওরা আর তো কিছুই নেই
হৃদয়জুড়ে দগদগে ঘাঁ ঘুঁচবে কিছুতেই?
পাষাণ কবি, হৃদয়হীনা- হাজার অভিযোগ!
কবির ভাষায় যায় কি লেখা এক পৃথিবী শোক!
আমি কবি প্রেমের ছবি আঁকাই আমার কাজ
প্রেম ও ফুলে ভরবো ভুবন, কাল অথবা আজ!
রক্তভেজা সবুজ খামে হৃদয় পাঠালেম
প্রেম মানে তো যুদ্ধ এবং যুদ্ধ মানেই প্রেম!