এই মিথ্যে বানোয়াট সংবাদের জন্য তিব্র নিন্দা যানাই। সেই সাথে এই “””রুখেদাও ষড়যন্ত্র “”” আইডি টা চ্যাক করে বন্দ করার জন্য সু দৃস্টি কামনা করছি।

আমি মোঃ মুক্তার হোসেন। আমি শাহজালাল ইসলামী ব্যাংকের একটা চোট পদে অতি নিস্টার সাথে দির্ঘ্য প্রায় ৯ বৎসর কর্মরত আছি। গত কয়েক দিন আগে “”””রুখেদাও ষড়যন্ত্র “””” নামক এ আইডি থেকে আমার ইনবক্সে হুমকি দেয় তাকে চাঁদাস্বরুপ টাকা দেওয়ার জন্য। তা আমি দিতে অসিকৃতি জানালে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। একপর্যায়ে আমাকে বলে দেক আমি তোর বিরুদ্বে কি খবর চড়াচ্ছি। তা আমি মোটে ও আমলে নি নাই। অতপর আমার ফেঃ বুকে ডুকে দেখি ও আমার আইডি থেকে আমার বাচচার চবি এডেট করেে আমার স্ত্রীর ভাষ্য নকল করে আমার নামে এই ভুুয়া অসালীন সংবাদ প্রচার করলো। যা পুরোই ভীত্তীহিন। ও আবার এটা ও বল্লো তুই চাকুরি করচ কি ভাবে আমি দেখে নিবো। তাই আমি নিরীহ চোট পোস্টের কর্মচারী। আমার পখ্যে ওর বিরুদ্দে প্রতিরোধ করার খমতা নেই। আমার নিজ জেলা থেকে অন্য জেলায় কর্মরত আছি। তাই সকলের কাছে অনুরোধ এর আইডি টা যাচাই করার জন্য। সে আমাকে কেন ব্লাকমেইল করে এই নোংরা খবরটা চড়াইলো। আমি এর সুস্ট বিচার দাবি জানাই সকলের কাছে। “”””” রুখেদাও ষড়যন্ত্র “””” আইডি টা বন্দের জন্য সু দৃস্টি কামনা করচি। ভবিষ্যতে কাউকে যেন আমার মত ওর খপ্পরে না পড়তে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *