এডিটিং এর স্বর্গরাজ্য শামীম এর হাতে।

বিস্তারিত :- নাম পেয়ার আহমেদ শামীম, ডাকনাম শামীম খান। বন্ধুবান্ধব ডাকে গোল্ডেন শামীম বলে।
বলতে গেলে এডিটের হাতেখড়ি শিখে মফস্বল থেকেই উঠে আসা তার, এ যেন এক নয়নাভিরাম হাতের যাদু। এডিটিং এর সাথে আছেন আজ প্রায় ৫ বছর ধরে ফটোশুট থেকে শুরু করে নানারকম নাটক শর্টফিল্ম ও মিউজিক ভিডিও ইতিমধ্যে নিয়ে এসেছেন হাতের কব্জায়, তার পরিচালনায় স্বপ্নীল টিভিতে কয়েকটি শর্টফিল্ম দেখিয়েছে।

তিনি আরও বলেন,
কাজকে ভালোবাসি, এবং ছোট থেকেই স্বপ্ন ছিলো ভালো একজন এডিটর বানিয়ে তুলবো নিজেকে।
এডিটকে মনোরম করে মানুষের কাছে উপস্থাপন করাই আমার মূল উদ্দেশ্য!

রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাইলে উনি বলেন, ভালবাসি একজনকে, সে কতটুকু ভালবাসে তা আমি জানিনা।

রিপোর্টার:- কিং কং, জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *